
আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে নিশ্চয় আপনি সাবধানতা অবলম্বন করে চলেন অনেক। তবে সাবধান হতে হবে আরো একটু। কারণ বাচ্চাদের তো আর ধরে রাখা যায় না। ওরা এদিক ওদিক দৌরবেই। যতই ব্যস্ত থাকুন খেয়াল রাখু’ন সেই সময় গুলোই যখন আপনার বাচ্চা ছে’লে বা মেয়েটি বাইরে বেরিয়ে দৌড়াদৌড়ি করছে।





প্রতিনিয়ত কতই না ঘটনার সাক্ষী হয় আম’রা। এখন তো আবার সোশ্যাল মিডিয়ার দরুন দূর দূরান্তের সব খুঁটিনাটি ঘটনা আমাদের দোরগোড়ায়। আর এই সোশ্যাল মিডিয়া তথ্য দেয় তো ঠিকই। এরই সাথে এখানে ভাই’রাল হওয়া ভিডিওগু’লি বয়ে নিয়ে আসে সাবধানতার বাণী। কিছু কিছু ভিডিও আমাদের অনুভব করায় যে, আরো অনেক বেশি সচেতন হতে হবে আমাদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাই’রাল হওয়া এক ভিডিও এমনই বার্তা দিল। ভাই’রাল হওয়া ভিডিওটিতে দেখা গেল, একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসছে বাড়িতে উঠোনে। একটি সাপ তখন পার করছিল সেই উঠোনের রাস্তা। বাচ্চাটির দিকে ফণা তুলে সাপটি কামড়ানোর জন্য। এই দৃশ্য ক্যামেরায় বন্দী হয়েছে। কিন্তু বাচ্চাটি তখন লক্ষ্য করেনি সাপটিকে। সে দৌড়ে চলে আসে। আর সাপটি চলে যায়।





দেখু’ন ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন, কত বড় দুর্ঘ’টনা ঘটে যেতে পারত একটুর জন্যই। তাই শুধু যে বাড়ির বাচ্চাকে সাবধানে রাখবে তা নয়, নিজেও থাকুন সাবধানে। দেখে চলুন রাস্তায়। আর বাড়ির উঠোন সহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখু’ন। যাতে সাপের উৎপাত না হয়।
Leave a Reply